নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৯ মার্চ) সকালে পৌর এলাকার দুলালপুরের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান।
বিজ্ঞাপন
তিনি বলেন, পৌর এলাকার দুলালপুরের একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, অন্যত্র হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে যায়।
আরটিভি/এমকে