ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ধর্ষণচেষ্টা-পর্ণোগ্রাফি মামলার আসামি বিমানবন্দর থেকে গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৭:২০ পিএম


loading/img

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ধর্ষণচেষ্টা ও পর্ণোগ্রাফি মামলার আসামি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) বিকেলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর রাতে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাহাব উদ্দিন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের দিদার বাড়ির মৃত আব্দুল আউয়াল চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

মামলা সূত্র জানায়, ১৬ মার্চ সাহাব উদ্দিনের প্রতিবেশী এক নারী তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টা ও পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। সেখানে উল্লেখ করেন ১৩ মার্চ রাতে বাদীর মেয়ে (১৭) প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়। সেখান থেকে ঘরে যাওয়ার সময় তার মুখ চেপে ধরে সাহাব উদ্দিন। একপর্যায়ে তাকে ঘরের অদূরে খালি জমিতে নিয়ে ধর্ষণ চেষ্টা করা হয়। পরে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে বিভিন্ন হুমকি ধমকি দেয় সাহাব উদ্দিন। এ ঘটনায় মামলা দায়ের পর থেকে তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, আসামি সাহাব উদ্দিন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা তার অবস্থান নির্ণয় করি। পরে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |