ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

নড়াইলের পৌর মেয়র-যুবলীগের সেক্রেটারি জেলহাজতে

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিএনপির করা দুটি নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গত ৪ আগস্ট নড়াইলে রাসেল সেতুর উপর আ.লীগের করা নাশকতার ঘটনায় সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২ নং আসামি খোকন সাহা এবং ২৬ নং আসামি মেয়র আঞ্জুমান আরা। 

বিজ্ঞাপন

২৭ জানুয়ারি আসামীগণ হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০ মার্চ নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

এদিকে আসামিদের আদালত থেকে বেড় হবার সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত্বরে আসে।  পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।  গাড়িতে ওঠার সময় মেয়র আঞ্জুমান আরা ও খোকন সাহা জয়বাংলা স্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |