কুড়িগ্রামের সোনাহাট ব্রিজের পাটাতন ভেঙে প্রায় ২২ ঘণ্টা বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল। এতে ব্রিজের দুইপাড়ে আটকা পড়েছে ২ শতাধিক পাথর ও কয়লা বোঝায় বিভিন্ন পণ্যবাহী যানবাহন। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ চলাচলকারীরা। এদিকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংস্কারের উদ্যোগ নেয়নি সড়ক বিভাগ।
স্থানীয় ও মালবাহী চালকরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বেইলী সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে গেলে এ দুর্ভোগ সৃষ্টি হয়। তবে পথচারী, মোটরসাইকেল, অটোরিকশা চলাচল করলেও দুই পাশে যানজট থাকায় ভোগান্তিতে পড়েন সবাই।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।
আরটিভি/এএএ/এআর