যারা জাতীয় নির্বাচন চায় না তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
রোববার (২৩ মার্চ) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার হালিমা দিঘীরপাড়ে উপজেলা বিএনপির উদ্যোগে শ্রমিকদল, কৃষকদল ও গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, জামায়াত ১৬ বছর আত্মগোপনে ছিলো আর বিএনপি রাজপথে ছিলো। আত্মগোপনকারী অনেকে বিএনপি হতে চায়; তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। একদল এখন জাতীয় নির্বাচন চায় না। কারণ তারা দুর্নীতি করতে পারছে। জাতীয় নির্বাচন হলে তাদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে।
জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা মনে করছে, তারা এমনেই ক্ষমতায় আসবে। তারা চায় ইউনূস সরকার শেখ হাসিনার মতো বিনা ভোটে ক্ষমতায় থাকুক। গণতান্ত্রিক দেশে ভোট ছাড়া আর কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
চাটখিল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব এহসানুল হক মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাহার।
আলোচনা সভা শেষে ঈদ উপহার বিতরণ করা হয়।
আরটিভি/এমকে/এআর