ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নওগাঁ পত্নীতলায় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ মার্চ ২০২৫ , ০৭:২৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে প্রতাপ সিং (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

সোমবার (২৪ মার্চ) সকাল ৬টার দিকে নজিপুর-সাপাহার সড়কের মল্লিকপুর গ্রামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান। 

বিজ্ঞাপন

নিহত প্রতাপ সিং সাপাহার উপজেলার জামাল নগড়পাড়া গ্রামের সুদাংশিং এর ছেলে।  

স্থানীয়রা জানান, সোমবার সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের মল্লিকপুর নামক স্থানে নওগাঁগামী একটি পিকআপ এবং সাপাহারগামী একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ট্রাক্টরচালক প্রতাপ সরকারকে মৃত ঘোষণা করেন। আহত দুজন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান বলেন, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাক্টর ও পিকআপ জব্দ করা হয়েছে। সাপাহার থানা পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |