ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ৩ কিলোমিটার যানজট

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ১১:৫৯ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৩ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও ঈদে ঘরমুখী মানুষ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে অসংখ্য যানবাহন যানজটে আটকে রয়েছে।

জানা যায়, সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের যাত্রামুড়া অংশে ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়লে কাঁচপুর থেকে বিশ্বরোড পর্যন্ত যানবাহনগুলো প্রায় দুই ঘণ্টারও বেশি সময় একই স্থানে আটকে পড়ে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষ চরম ভোগান্তি পড়েন।

বিজ্ঞাপন

তরিকুল গাজী নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, একদিকে এই রাস্তা এক লেনের। তার ওপর রাস্তার অবস্থা ভয়াবহ। এই রাস্তায় আমাদের সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

খাদিজাতুল কোবরা নামে আরেক যাত্রী বলেন, অনেকক্ষণ ধরে যানজটে বসে আছি। গাড়ি চুল পরিমাণে নড়াচড়া করছে না। শুনেছি সামনে নাকি দুর্ঘটনা ঘটেছে।

যানবাহন চালকরা জানান, সকাল পৌনে ৮টার সময় যাত্রামুড়া এলাকায় একটি ট্রাক অন্য আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়েছে। ওই দুর্ঘটনার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে আজ গাড়িরও একটু চাপ রয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |