ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গোয়ালন্দে এক কাতলের দাম ৭০ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ , ০২:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি অনলাইনে ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি ৬ নম্বর ফেরিঘাটে অস্থায়ী মাছ বাজারে নিয়ে আসলে মাছটি একনজর দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় জমান। স্থানীয় মাছ ব্যবসায়ী আনু খাঁর আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি। পরে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী শাজাহান ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জেলে শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে দেখেন একটি বড় কাতল মাছ জালে আটকা পড়েছে। 

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে আনু খাঁর আড়তে ২৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নিই। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য অনলাইনে পোস্ট করলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি আছে। যে কারণে এই এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ প্রাপ্তির বিষয়টি মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |