ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাজুড়ে পুলিশ নিয়েছে বাড়তি নিরাপত্তা। এ দিকে চুরি-ছিনতাই রোধে রাতে নামানো হয়েছে পেট্রোল টহল পুলিশ সদস্যদের।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় গিয়ে এমনই চিত্র দেখা যায়।
জানা গেছে, উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষের একমাত্র প্রবেশপথ চন্দ্রা। ঈদ আসলেই চন্দ্রা এলাকাজুড়ে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। আজ সকাল থেকে মহাসড়কে গণপরিবহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ তেমন চোখে পড়েনি।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এবার মহাসড়কে অন্যান্য বছরের চেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হবে বলে মনে করছেন চালকরা। দুপুরের মধ্যে ছোট ছোট অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। যার ফলে দুপুরের পর কিছুটা চাপ বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ সদস্যরা।
তবে এবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যানজট নিরসনে মহাসড়কের চন্দ্রা এলাকাজুড়ে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মহাসড়কে রাতে চুরি-ছিনতাই, ডাকাতি রোধ করতে ৩ শতাধিক টহল পুলিশ সদস্য কাজ করছেন। মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।
অতিরিক্ত ডিআইজি হাইওয়ে গাজীপুর রিজিয়ন ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, এবার ঈদযাত্রায় যাত্রী যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে তার জন্য ১ হাজারের অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে মহাসড়কে চুরি, ছিনতাই বন্ধে ৩৫০ জন টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরটিভি/এমকে