ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

সেনবাগে জামায়াতে ইসলামীর খাদ্য ও ঈদ উপহার বিতরণ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ০৭:৩৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালীর সেনবাগে খাদ্য ও ঈদ উপহার বিতরণ করেছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার কাদরা ইউনিয়নের ৩নং জয়নগর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে জয়নগর ঈদগাহে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম হোসেন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির সেনবাগ উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক।

বিজ্ঞাপন

ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলনা আবদুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে নোয়াখালী শহর জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য দীন মোহাম্মদ, কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সাকের মিয়াজী বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি এমাম হোসেনসহ এলাকার  স্থানীয় নেতরা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |