রাজশাহীর বেলপুকুর রেলগেটে বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মিজানুর (৩৩) এবং একই এলাকার সোলাইমামের ছেলে জরুহুল (৩৫)।
বিজ্ঞাপন
এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস বেলপুকুর রেলগেট পার হওয়ার সময় একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল দুই আরোহী কিছুদূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
আরটিভি/এফএ-টি