ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫ , ১১:২৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জে মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৬ মার্চ) দেওয়ানগঞ্জের পাথরেরচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রাশেদ আকন্দ (৩০)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলী আকন্দের ছেলে। রাশেদ আকন্দ যমুনা রেল সেতু উন্নয়ন প্রকল্পের কর্মী ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৬ মার্চ) কর্মস্থল টাঙ্গাইল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রাশেদ আকন্দ। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়ানগঞ্জের পাথরেরচর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা মিনিট্রাকটি আটক করে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. রহিম জানান, এ ঘটনায় মিনি ট্রাকটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছেন। নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |