ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

বেনাপোলে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল আটক   

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১১:৪৭ এএম


loading/img

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান করা পণ্য আটক করেছে বিজিবি। পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, বেশ কিছু দিন ধরে চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালানী পণ্য বেনাপোল এলাকায় স্তূপ রেখে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছিল। বুধবার (২৬ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। 

এ সময় বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, বিভিন্ন প্রকার আতশবাজি, পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোটর সাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা।

বিজ্ঞাপন

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

আরটিভি/এআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |