ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

পাইকগাছায় নীতিমালা উপেক্ষা করে রাস্তার উপর প্রাচীর নির্মাণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ০৫:১৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা পৌরসভার অভ্যন্তরে পৌর নীতিমালা উপেক্ষা করে রাস্তার উপর প্রাচীর নির্মাণ করায় এক প্রভাষকের বিরুদ্ধে উপজেলা ইউএনওসহ তিনটি দপ্তরে অভিযোগ হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়— পৌরসভার অভ্যান্তে ৯নং ওয়ার্ডে অবস্থিত বাতিখালীর রাস্তা। স্থানীয়ভাবে ১৭টি পরিবারের শতাধিক লোক ছাড়াও বহু লোক এপথ দিয়ে চলাচল করেন। অধিকাংশ পরিবারই চাকরিজীবী। রাস্তার পশ্চিম পাশের বাসিন্দা পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক মাসুদুর রহমান মন্টু রাস্তার ওপর প্রাচীর নির্মাণ করছেন; যা বন্ধপূর্বক রাস্তার সংকুচিত না করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার, পৌর দপ্তর ও থানায় অভিযোগ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার গাজী রুহুল আমিন  ও ব্যাংকার জাহিদুর রহমান গত ১৫ মার্চ এ অভিযোগ করেন। থানা থেকে কোনো প্রকার সীমানা নির্ধারণ ছাড়া কাজ বন্ধ রাখে। এরপরও বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে কাজ করছে। 

এ বিষয়ে প্রভাষক মন্টু বলেন, আমি ৬ ইঞ্চি জায়গা ছেড়ে আমার জমিতে প্রাচীর নির্মাণ করছি। এখানে অন্যদের কিছু বলার নেই। 

বিজ্ঞাপন

পৌরসভার প্রকৌশলী মো. নুর আহম্মদ বলেন রাস্তা থেকে ৩ ফুট দুরে প্রাচীর নির্মাণের নীতিমালা উপেক্ষা সঠিক নয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন বলেন, পৌর নীতিমালা অনুসরণ করে যিনি হোন না কেন তাকে কাজ করতে হবে। জনগণের ভোগান্তি হোক এটা করা যাবে না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |