ঢাকার দোহারে নানাবাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে সামিয়া আক্তার (৮) ও রাইসা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সুতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া উপজেলার নারিশা লঞ্চঘাট এলাকার সামছুল হকের মেয়ে। আর রাইসা উপজেলার সুতারপাড়া ঘারমোড়া এলাকার মো. মুকসেদের মেয়ে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সামিয়া ও রাইসা দুই বোন খালপাড়ে যায় গোসল করতে। এ সময় সাঁতার না জানার কারণে দুই বোন খালের পানিতে তলিয়ে যায়। সালমা নামে আরেক শিশু ঘটনাটি দেখতে পেয়ে তার চাচি বিলকিস আক্তারকে জানায়। বিলকিস আক্তার ঘটনাটি জানামাত্র খালপাড়ে গিয়ে খালের পানিতে নেমে তাদের দুইজনকে ডুবন্ত অবস্থায় পায়। এরপর আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
সামিয়ার স্বজনরা জানান, সামিয়া ও রাইসা সম্পর্কে খালাতো বোন। ঈদ উপলক্ষে তারা তাদের নানাবাড়ি সুতারপাড়া খালপাড় গ্রামে বেড়াতে এসেছিলেন গত সোমবার।
দোহার থানার ওসি (তদন্ত) মো. নুরুন্নবী জানান, বিষয়টি তিনি অবগত। পুলিশ ঘটনাটি জানতে পেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিল। তবে এ বিষয়ে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এএএ-টি