বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, দেশের মানুষ সর্বাগ্রে জাতীয় সংসদের নির্বাচন চায় ও ভোটের মালিকানা ফেরত চায়।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় মাদারগঞ্জ পৌর বিএনপি আয়োজিত বালিজুড়ী শাহ্ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা প্রাঙ্গণে ইফতার মাহফিল ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবে কালক্ষেপণ না করে স্বল্পতম সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
তিনি বলেন, বর্তমান সরকারকে সম্মানজনকভাবে বিদায় নেওয়া উচিত হবে। জনগণ বহুবছর ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এখন অধীর আগ্রহ নিয়ে জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, দুর্নীতি লুটপাট করে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে তাদের রাজনীতি করবার কোন অধিকার নাই। যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে, খুন গুম মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন করেছে দেশের জনগণ তাদেরকে রাজনীতির মাঠে দেখতে চায় না।
পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুরের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের তৃনমূলের নেতাকর্মী-সমর্থক সহ বিপুল-সংখ্যক রোজাদার।
আরটিভি/এএএ