ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদ উপহার পেল ফেলানীর পরিবার

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১১:১৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঈদ উপহার পেয়েছে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের নির্মম হত্যাকাণ্ডের শিকার ফেলানীর পরিবার। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবা নুর ইসলামের হাতে তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির।

ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার একটি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা বাবা নুর ইসলাম। ফেলানী বাবা নুর ইসলাম জানান, ঈদে এভাবে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব খুশি হয়েছি। স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে এ টাকা দিয়ে এবার ঈদ পালন করতে পারব। 

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে ফেলানীর পরিবারকে নগদ অর্থের চেক হস্তান্তর করতে পেয়ে আমাকে খুব ভালো লাগছে।

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |