ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে আ. লীগ আমলে আহত-নিহত পরিবারে ঈদ উপহার বিতরণ

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ , ১১:২৫ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

নোয়াখালীর সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিহত-আহত নেতাকর্মী ও তাদের পরিবারের স্বজনদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে আবিরপাড়া বাজার ঈদগাঁও মাঠে ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুবদল সদস্য বর্তমানে আমেরিকা প্রবাসী মাসুদ রানার সুলতান আহম্মেদ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার ও মাংস বিতরণ করা হয়। 

অনুষ্ঠনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বিজ্ঞাপন

এ সময় বক্তব্য রাখেন সুলতান আহম্মেদ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ অপুর্ব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন, আমিশাপাড়া খলিলুর রহমান কলেজের ছাত্রদলের সাবেক সহসভাপতি আবদুল করিম মামুনসহ দলের বিভিন্ন স্তুরের নেতারা।

ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশ ক্রমাগত সংকটের দিকে যাচ্ছে। জুলাই-আগস্ট গণঅভুত্থানের পর এই সরকারের কাছে জনগণে আশা ছিল দ্রুত নির্বাচন করে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু এখন তারা সংস্কারের নামে বিলম্ব করাতে জনগণের মনে নানান সন্দেহ সৃষ্টি হচ্ছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উত্তোরণের আহ্বান জানান তিনি।

পরে বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত ও আহত বিএনপির শতাধিক নেতাকর্মী ও অসহায় পরিবারের মাঝে গরুর মাংস ও ঈদ উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |