কক্সবাজারের টেকনাফে কেফায়েত উল্লাহকে (২৭) নামে অপহরণ ও মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নির্মাণাধীন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
আটক কেফায়েত উল্লাহ টেকনাফ বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া গ্রামের নুর হোছন ওরফে হোসেনের ছেলে। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও মানবপাচার সহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহিনের নির্দেশনায় টেকনাফ থানার একটি টিম ২৭ মার্চ দিনগত রাতে টেকনাফ সদর ইউনিয়নে কেফায়েত উল্লাহর নির্মাণাধীন নতুন সেমিপাকা বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে কেফায়েত উল্লাহর কাছ থেকে ৩টি দেশীয় এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে খুন, অপহরণ ও মানবপাচার আইনে থানায় ১১টি মামলা রয়েছে। তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমকে