ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

যমুনা সেতুতে মোটরসাইকেলের দীর্ঘ সারি

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। তবে মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় (বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা) এ সেতু দিয়ে ৬ হাজার ১৯৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে তিন লাখ ৯ হাজার ৭৫০ টাকা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন যযুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

Messenger_creation_758EA7F6-4D13-428B-911D-08A9C0A04C81

বিজ্ঞাপন

সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাক।

এ বিষয়ে যযুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুপাশে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এ ছাড়া দুপাশেই মোটরসাইকেলের জন্য আলাদা ২টি করে ৪টি বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |