ঢাকাসোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জাল টাকাসহ নবাবগঞ্জে গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার (ঢাকা দক্ষিণ), আরটিভি নিউজ

শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ , ০৭:৫২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জাল টাকার নোটসহ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা বাজারের একটি দোকানে কেনাকাটার সময় ১০ মামলার আসামি নজরুল ইসলাম আসিব ও দোহার উপজেলার লটাখোলা থেকে মো. নাঈম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার। 

পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলার আগলা বাজারে আলিফ ফ্যাশন নামে একটি দোকানে কেনাকাটা করে ১ হাজার টাকার একটি নোট দেন নজরুল। সন্দেহ হলে নোটটি নিতে অপরাগতা প্রকাশ করেন ওই দোকানি। তখন দোকানির সঙ্গে নজরুলের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আশপাশের দোকানিরা পুলিশকে খবর দিলে পুলিশ নোটটি জাল শনাক্ত করে নজরুলকে আটক করে।

বিজ্ঞাপন

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, খোঁজ নিয়ে জানা যায় গ্রেপ্তারকৃত নজরুলের বিরুদ্ধে ঢাকা ও কেরানীগঞ্জ সহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। 

নজরুল জাল নোট তৈরি চক্রের সদস্য বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

অপরদিকে দোহার থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, উপজেলার লটাখোলা করম আলীর একটি দোকানে কেনাকাটা করার সময় মো. নাঈম (২২) নামে এক যুবককে পাঁচটি ৫০০ টাকার জালনোট সহ আটক করা হয়েছে। পরে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত নাঈমের বাড়ি ফরিদুপর জেলার নগরকান্দা উপজেলার দেলবাড়িয়া গ্রামে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |