ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

মাছ ধরতে গিয়ে বিলে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৩:১৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে সহপাঠীদের সাথে মাছ ধরতে গিয়ে বিলে ডুবে আয়েশা সিদ্দিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সুতারের বিলে ওই শিশুর মৃত্যু হয়।

আয়েশা সিদ্দিকা চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের পল্লী চিকিৎসক নজরুল ইসলামের মেয়ে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে স্থানীয়রা সুতারের বিলে মাছ ধরতে যায়। বাড়ির পাশে হওয়ায় শিশু আয়েশা তার সহপাঠীদের সঙ্গে সুতারের বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে বিলের পানিতে ডুবে যায় শিশু আয়েশা সিদ্দিকা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। ঈদের আগে শিশু আয়েশার মৃত্যুতে পরিবারের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। এতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. রহিম বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |