ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

এমন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৯ মার্চ ২০২৫ , ০৫:০৭ পিএম


loading/img

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্রের ভিত হবে শক্তিশালী। তা না হলে হাসিনা আবার সুযোগ পাবে। এ সুযোগ দেওয়া যাবেনা, যদি সে সুযোগ কেউ দিতে চান তাহলে বাংলাদেশের ভবিষ্যত আবারও অন্ধকারের দিকে যাবে। হুমকির মুখে পড়বে বাংলাদেশের গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি অস্বাভাবিক হয়ে পড়বে।  

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) দুপুরে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে শহীদ ও নির্যাতিত শতাধিক নেতাকর্মীর মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি। জেলা শহরের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

এ সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গত ১৫ বছরে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও খুন হয়েছেন। তাদের বিচার পেতে হলে প্রকৃত মামলা তৈরি করবেন। মামলা না হলে বিচার পাবেন না। তবে শত্রুতামূলকভাবে কাউকে মামলায় জড়াবেন না।নিরপরাধ কেউ যেন মামলায় হয়রানির শিকার না হোন। বাংলাদেশে গত ৬ থেকে ৭ মাসে প্রকৃত মামলার পাশাপাশি কিছু মামলায় শত্রুতামূলকভাবেও অনেক নিরপরাধ মানুষের নাম আসামি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। যার কারণে মামলাগুলো দুর্বল হয়ে যায়। প্রকৃত আসামি সুযোগ পেয়ে যায়, এমন সুযোগ আপনারা দেবেন না।

বিজ্ঞাপন

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, আমাদের আন্দোলন শুধু জুলাইয়ের আন্দোলন ছিলোনা। গত ১৫ বছরে অনেকগুলো জুলাই-আগস্ট ছিলো। সর্বশেষ এবারের জুলাই আন্দোলন। তাই আমরা সব এক ও অভিন্ন। এখানে ফাটল ধরানোর সুযোগ কেউ দেবেন না। গত ১৫ বছরে মানুষ শহীদ হয়েছেন। অনেকে গুম-খুন ও পঙ্গুত্ব বরণ করেছেন। এবারের জুলাই আন্দোলনে দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে আর হাজার হাজার শহীদ হয়েছেন। সবাই দেশের জন্য সংগ্রাম করেছেন। জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর তাদের দায়িত্ব নেবেন তারেক রহমান।  

এ অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |