ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

শিশু ধর্ষণে অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০১:৩৯ এএম


loading/img
ছবি: আরটিভি

পাবনার বেড়ায় গোলজার হোসেন (৫০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে প্রতিবেশি ছয় বছর বয়সী এক শিশুকে দশ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পৌর এলাকার শেখপাড়া মহল্লায় ধর্ষকের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া, অভিযুক্তকে আটক করে বেড়া মডেল থানায় হস্তান্তর করেছে বলে জানা গেছে। 

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাটি ঘটেছে। ধর্ষক বেড়া শেখ পাড়া মহল্লার মৃত সুলতান শেখের ছেলে। 

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটি ইফতারের আগ মূহূর্তে ধর্ষকের বাড়ির পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আশেপাশে কোনো লোকজন না থাকায় শিশুটিকে দশ টাকার লোভ দেখিয়ে তার বাড়ির একটি রুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। একপর্যায়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে  পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাটি সন্ধ্যার পর জানাজানি হলে এলাকাবাসী ধর্ষকের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে বেড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাহমিনা সুলতানা নীলা বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত টিকিৎসক দেখতে পায় শিশুটির যৌনাঙ্গ ও পায়ুপথ দিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 এ ব্যাপারে বেড়া মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ধর্ষক গোলজার হোসেনকে আটক করা হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুদ্ধ জনতা ধর্ষকের বাড়িঘর ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ধর্ষককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |