ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সোনারগাঁর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে আয়োজক সংগঠনের সভাপতি শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ড. ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক পুলিশ সুপার আক্তার হোসেন, আবদুল আযিয, ডাচ বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জুলহাস উদ্দিন, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন জুয়েল, ডেমরা সরকারি কলেজের প্রিন্সিপাল ড. নূরে আলম, সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক ও ভিসতা ইলেকট্রনিকসের চেয়ারম্যান শামসুল আলম পনির, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও জিআর ইন্সটিটিউশনের সভাপতি তুহিন মাহমুদসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ক্ষেত্রে সোনারগাঁয়ের সন্তানদের আরো এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আরটিভি/কেএইচ