ঢাকাMonday, 11 August 2025, 27 Shrabon 1432

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৪:০৫ এএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা বাসস্ট্যান্ড এলাকায় ড্রাম ট্রাক ও সেলফি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে আশিক হোসেন (২৪) নামে এক ড্রাম ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ড্রাম ট্রাকে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৯ মার্চ) রাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার। 

এর আগে, বিকেল ৫টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের বালিথা স্ট্যান্ডের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক হোসেন উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের ৫ নং ওয়ার্ডের আশরাফ হোসেনের ছেলে। সে পেশায় একজন ট্রাক চালক ছিলেন।

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলের দিকে মানিকগঞ্জগামী সেলফি পরিবহনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সেলফি পরিবহন খাদে পড়ে যায় এবং ট্রাক চালক মাথায় আঘাত পান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারওয়ার বলেন, দুর্ঘটনায় আহত ট্রাক চালককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/কেএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |