টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তাদের ছেলে দিবস।
শনিবার (২৯ মার্চ) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের রঞ্জিত দাস ও তার স্ত্রী বন্দনা দাস।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পৌলী এলাকায় রঞ্জিত দাস ও তার স্ত্রী বন্দনা দাস তাদের আট বছর বয়সী ছেলে দিবস দাসকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা দাস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত দাস ও তার ছেলে দিবসকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত দাসের মৃত্যু হয়।
আরটিভি/টি