ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

পটুয়াখালীর ২৮ গ্রামের মানুষের ঈদ উদযাপন

পটুয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মার্চ ২০২৫ , ০৯:১৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ এলাকাসহ ২৮ গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বিজ্ঞাপন

রোববার (৩০ মার্চ) এসব গ্রামের অন্তত ৫০০ পরিবারের সদস্যরা ঈদ উৎসব করছে। 

সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে সঙ্গতি রেখে ওইসব গ্রামে আগাম ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। এসব গ্রামগুলো হচ্ছে, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফ এলাকা ও ছোটবিঘাইসহ দুটি, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরিবুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়াসহ ৪টি। বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া, সাবুপুরা, বামনিকাঠি, বানাজোড়া ও আমিরাবাদসহ ১৩টি। 

বিজ্ঞাপন

কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, পাটুয়া, নাইয়াপট্টি, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, শাফাখালী, তেগাছিয়া, ছোনখোলা ও বাদুরতলীসহ ৯টি গ্রাম। এসব গ্রামের মধ্যে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে। 

রোববার সকাল ৯টায় বদরপুর দরবার শরীফ জামে মসজিদের ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরীফের ইমাম শাহ সাইয়্যেদ আরিফ বিল্লাহ রব্বানী। এ ঈদের নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। 

বরদরপুর দরবার শরীফের ইমাম শাহ সাইয়্যেদ আরিফ বিল্লাহ রব্বানী বলেন, সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গে সঙ্গতি রেখে ১৯২৮ সাল থেকে এই ৯৮ বছর যাবত এসব গ্রামে আগাম রোজা রাখা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। এসব মুসল্লিরা বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |