ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ: রেজাউল করিম 

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৫:১৬ পিএম


loading/img

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অসংখ্য পরিবারের ঈদ আনন্দ কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। কান্নায় কেটে তাদের ঈদ আনন্দ। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের ঈদ ছিলো বিষাদে ভরা। অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাসপাতালে রয়েছেন তাদের মাঝে ঈদ আনন্দ নেই।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের কোনো কোনো এলাকা ফিলিস্তিন-গাজার মতো ছিলো। তারা শাপলা চত্বরকে ফিলিস্তিন বানিয়েছে। বহু আলেম ওলামাকে হত্যা করেছে। তারা আমাদের সব সময় বলতো পাকিস্তান যান, আমরা কেউ পাকিস্তান যাইনি, কিন্তু তারা সব ভারত পালিয়ে গেছে। আমরা বিশ্বাস করি, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে সেখানে আমরা ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বাস্তবায়ন করবো।

বিজ্ঞাপন

ভবানীগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকার বাড্ডা থানার আমির মাওলানা কুতুব উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সালেহ ইব্রাহীম, সেক্রেটারি হাফেজ আবদুল হক, ২ নম্বর ওয়ার্ড মেম্বারপ্রার্থী তায়েফ হোসেন প্রমুখ।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |