ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভোলায় বিরোধ মিটাতে গিয়ে বিএনপি নেতা নিহত 

আরটিভি নিউজ

বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ০১:৫৫ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ভোলায় খাস জমি নিয়ে বিরোধ মিটাতে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এতে অন্তত আরও আটজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন তার সমর্থক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত মো. জামাল হাওলাদার ওই ওয়ার্ডের বিএনপি সভাপতি ছিলেন। তিনি স্থানীয় মো. মোতালেব হাওলাদারের ছেলে। 

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর টু ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে সড়ক অবরোধ তুলে নেয়া হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্রি গ্রামের মো. ইব্রাহিম ও মো. আলমের মধ্যে দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দুই পক্ষ ওই জমি দখল করতে এলে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়, পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ভেলুমিয়া ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল হাওলাদার উভয়পক্ষকে থামাতে গেলে তার ওপর হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠিয়ে দেন। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ছাড়া, বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |