কুষ্টিয়া শহরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাহাত ইসলাম পলাশ (৩০) ও মো. ফাহিম অনিক (২৩) নামের দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. মোশারফ হোসেন।
জানা যায়, নিহত পলাশ কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার আসাদুল ইসলাম মোল্লার ছেলে। সে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানিতে সাভারে কর্মরত ছিলেন ও অনিক শহরের কমলাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে পড়াশোনা শেষ করে ফ্রিল্যান্সিং করতেন। নিহতরা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়ে তানভীর গণি (২৩) নামের আরো ১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, মোটরসাইকেলটি পাশের একটি রাস্তা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে উঠে চৌরহাসের দিকে যাচ্ছিল। এ সময় মজমপুর গেট থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপর আহত তানভীর গণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আরটিভি/এমকে/এস