ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নেত্রকোণায় পৃথক তিন স্থানে সংঘর্ষে নারীসহ আহত অন্তত ১৩০

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১১:০৫ এএম


loading/img
ছবি: আরটিভি

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক দুই স্থানে ও কেন্দুয়ায় এক স্থানে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে নারীসহ অন্তত ৬০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো  হয়েছে। 
 
বুধবার (২ এপ্রিল) দুপুরে খালিয়াজুরীর পাঁচহাট, লক্ষ্মীপুর গ্রাম, কেন্দুয়ায় বলাইশিমুল ও ছবিলা গ্রামবাসীর মধ্যে এসব সংঘর্ষ হয়।
 
আহতদের মধ্যে খালিয়াজুরীর পাঁচহাট গ্রামের সালাম মিয়া (৬২) ও মোস্তাকিম মিয়ার (২৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া একই গ্রামের সোগেরা আক্তার (২৪), পায়েম (৩২) ও শামীম চৌধুরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
অন্যদিকে একই উপজেলার লক্ষীপুর গ্রামের সংঘর্ষে আহতরা হলেন আক্তার মিয়ার ছেলে ইমরান(৩২), আলু মিয়া (১৮), আক্তারের স্ত্রী ইদুমা(৫২), মুকশেদ মিয়ার ছেলে, মুন্না(২২), মেহেদি হাসান( ২৫), জালাল মিয়ার ছেলে রহমতুল্লাহ (১৮) ও মৃত চান্দু মিয়ার ছেলে জালাল মিয়া( ৬০)। দুই গ্রামের আহতদের বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ কে ফজলুল হক।
 
কেন্দুয়ায় সংঘর্ষে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
 
পাঁচহাট গ্রামের সংঘর্ষ নিয়ে প্রত্যক্ষদর্শী গাজীপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের  সদস্য হারুন মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের শফিকুল মিয়া বস্তা ফেলে গ্রামের একটি রাস্তা বন্ধ করছিলেন। এ নিয়ে গ্রামবাসীর আপত্তি ছিল। রাস্তা বন্ধ না করতে  ইউনিয়ন পরিষদ থেকেও নিষেধ করা হয়। এ অবস্থায় বুধবা দুপুরে শফিকুলের লোকজনের সাথে গ্রামের অন্যদের সংঘর্ষ হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৩৪ জন আহত হন।  
 
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে  লক্ষ্মীপুর গ্রামে সাউন্ড বক্স দিয়ে উচ্চস্বরে গান বাজানো নিয়ে জালাল মিয়া ও আক্তার মিয়ার ছেলেদের মাঝে বিবাদ হয়। জালাল মিয়ার ছেলেরা পাশের বাড়ীতে  রাত ১০টার দিকে সাউন্ড বক্স বাজাতে থাকলে আক্তার মিয়ার ছেলে আশিক মিয়া বাধা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আক্তার মিয়ার ছেলে জালাল মিয়াকে  মারপিট করলে  জালাল মিয়া আহত হন। তাকে তখন উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর জেরে বুধবার (২ এপ্রিল) দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হন। 
 
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, এই দুই সংঘর্ষের ঘটনায়  এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলগুলোতে পুলিশ পাঠানো হয়। এখন দুই গ্রামেই শান্ত অবস্থা বিরাজ করছে।
 
এদিকে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুপুরে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে উপজেলার বলাইশিমুল ও ছবিলা গ্রাবাসীর মাঝে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে ২০ জনের মতো আহত হন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে আহতদের। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে  থানায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।
 
আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |