ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০১:০৫ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে খাদে পড়ে মির্জা আব্দুল মুঈদ বেগ (৫৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে ধামরাইয়ের ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

জানা যায়, নিহত মির্জা আব্দুল মুঈদ বেগ কুষ্টিয়ার মিরপুর থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত বলে জানিয়েছে পুলিশ। স্ত্রীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। দুর্ঘটনায় নিহত আব্দুল মুঈদের স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

IMG-20250403-WA0010

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আজ ভোর ৪টা ৪২ মিনিটের দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধামরাইয়ের সুতিপাড়া এলাকায় মহাসড়কের পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের সামনের দিকের সিটে থাকা মির্জা আব্দুল মুঈদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন তার স্ত্রীসহ আরও ৫ জন। তাদের মধ্যে ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে যার যার গন্তব্যে চলে গেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ভোরে বাসটি ঢাকায় যাওয়ার পথে সুতিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হোন। এ ছাড়া আহত হন আরও ৫ থেকে ৬ জন। তার মধ্যে ৪ জন ইতোমধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন। 

ওসি আরও বলেন, নিহতের মরদেহ আমাদের থানায় রয়েছে। তার পরিবারের সদস্যরা মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের জন্য আবেদন করেছেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছি, সিনিয়রদের নির্দেশনা অনুসরণ করে প্রক্রিয়া অনুযায়ী মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |