ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

১৩ কেজির রুই বিক্রি হলো প্রায় ৪৩ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৩:১৫ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়ার পদ্মা নদীতে ১৩ কেজি ওজনের বিশাল এক রুই মাছ জেলের জালে ধরা পড়েছে। মাছটি প্রায় ৪৩ হাজার টাকায় বিক্রি হয়।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে দৌলতদিয়া মাছ বাজারে মাছটি নিলামে তোলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জেলেরা ভোরে দৌলতদিয়ার পদ্মা নদী থেকে ১৩ কেজি ওজনের রুই মাছটি ধরেন। পরে তারা মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে আসেন। এ সময় আড়তদার রিয়াজের কাছ থেকে উন্মুক্ত নিলামে ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি তিনি ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ৪১ হাজার ৬০০ টাকায় কিনে নেন। মাছটি বিক্রির জন্য তিনি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করেন। 

তিনি আরও বলেন, আমার ফেসবুকের প্রচারে খুলনার এক ব্যবসায়ী ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪২ হাজার ৯০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানি কম। এজন্য জেলেদের জালে প্রায়ই বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।জেলেরা মাছ বিক্রি করে লাভবান হচ্ছে।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |