ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

কুড়িগ্রামে বাস কাউন্টারে বিআরটিএ’র অভিযান

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ০৬:৩৭ পিএম


loading/img
ছবি: আরটিভি

কুড়িগ্রামে ঈদুল ফিতর উদযাপন পরবর্তী বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কুড়িগ্রাম ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের যৌথ অভিযানে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে ও বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। 
 
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বদরুজ্জামান রিশাদ।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ কর্তৃপক্ষের একটি যৌথ দল শহরের বাসস্ট্যান্ড এলাকায় হাঁস-মুরগি ফার্মের পাশে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে। এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল, হেলমেট ছাড়া মোটর চালানো, বৈধ কাগজ ছাড়া বাস ও অন্যান্য যানবাহন পরিচালনার অপরাধে সেগুলো থামিয়ে যাচাই বাছাই করা হয়। এতে বিভিন্ন মোটরসাইকেল চালক ও আরোহীদের কাছ থেকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, ঈদে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ডে কোচ ও নাইট কোচের ভাড়া যাচাই করতে গিয়ে শহরের ঘোষপাড়াস্থ নাবিল পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে সেখানে নগদ ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বসাকুল্যে বিআরটিএ মোট ১৭ হাজার টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ বলেন, ঈদে বাড়িতে এসে যারা আবারো ঢাকায় ফিরে যাচ্ছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে বিআরটিএ কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। এতে ঢাকাগামী নাবিল পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে জরিমানা করা হয় এবং একই সঙ্গে সড়কে লাইসেন্সবিহীন মোটর ও যান চালকদেরও জরিমানা করা হয়েছে। 

তবে সচেতন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র কুড়িগ্রাম সার্কেলের সহকারী পরিচালক মো. রিয়াজুল ইসলাম ও মোটরযান পরিদর্শক মো. নূরুস সাফা সরকার।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |