বগুড়ার শেরপুরে ভাইরাল মিনি জাফলং খ্যাত বাঙালি নদীতে ঘুরতে এসে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম সাদাত হোসেন (১৩)। সাদাত পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
শুক্রবার (৪ এপ্রিল) উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।
নিহত সাদাত জেলার ধুনট উপজেলার বিলচাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে। সে পাশের গ্রামে সূত্রাপুরে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
সাদাতের মামা শাহিনুল ইসলাম নাইস বলেন, আমার ভাগনে সাঁতার না জানার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। সাদাত অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে যায় এবং স্রোতের সঙ্গে নদীর গভীরে ডুবে যায়।
ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, সকালে সাদাতকে নিয়ে তার নানা ভাইরাল মিনি জাফলং নামে খ্যাত বাঙালি নদীতে বেড়াতে আসেন। অন্যদের সঙ্গে নদীতে নামে সাদাত। এ সময় ব্রিজের নিচে অল্প পানিতে গোসল করার সময় পা পিছলে পড়ে গেলে নদীর স্রোতে ভেসে গভীরে চলে যায়।
তিনি আরও বলেন, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর সাদাতকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এমকে/এআর