খুলনায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কেএমপির উপপুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতভর একাধিক স্থানে অভিযান চালিয়ে নগদ টাকা, অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে পুলিশ, নৌবাহিনী ও সেনাবাহিনীর নেতৃত্বে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যাগজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ ১২ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় গ্রেনেড বাবুকে বাসায় পাওয়া যায়নি।
এ সময় তার বাবা মিন্টু চৌধুরী ও ছোটভাই রাব্বি চৌধুরীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। পরে সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়ির কাছে তার ম্যানেজার সৌরভ এবং সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক বিক্রির ২৬ লাখ টাকা এবং ভারতীয় ৪ হাজার ২৪০ রুপি উদ্ধার করা হয়। এ সময় সৌরভের মা সুষমা রানী সাহাকে গ্রেপ্তার করা হয়।
আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রাব্বির বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।
আরটিভি/এএএ