মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমান্ত দেব নাথ (২৬) নামে এক ফ্রিজ মেকানিক নিহত হয়েছেন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় এ ঘটনা ঘটে।
সিমান্ত উপজেলার কাটাছরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার শ্যাম সুন্দর মহাজন বাড়ির শিবু চন্দ্র নাথের ছেলে।
সীমান্তের স্বজন রুপন চন্দ্র নাথ জানান, শুক্রবার বিকেলে সীমান্ত মোটরসাইকেলযোগে সীতাকুণ্ডে তার এক স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে মিঠাছড়া বাজারের উত্তর পাশে মুচি পোল এলাকায় মোটরসাইকেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সীমান্তের মৃত্যু হয়।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় সীমান্ত দেব নাথ নামে একজনকে হাসপাতালে আনা হয়। পরে তিনি মারা যান।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন গণমাধ্যমকে বলেন, শুক্রবার বিকেলে মিঠাছরা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিমান্ত দেব নাথ নামের একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরটিভি/এফএ/এস