ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ১০:৪৫ এএম


loading/img
সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে ডুবে ইব্রাহিম মাদবর (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। 

ইব্রাহিম মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা সিরাজ মাদবরের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, ইব্রাহীম ঈদের ছুটিতে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে যান। দুপুরে ইব্রাহীম আড়িয়াল খাঁ নদীতে নেমে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। আড়িয়াল খাঁ নদীর এই অংশেই বালু তোলার কারণে কিছু অংশ গভীর ছিল। সেখানে হঠাৎ পা পিছলে পড়ে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বিষয়‌টি মৌ‌খিকভা‌বে শু‌নে‌ছি। ত‌বে কোনো অভিযোগ পাইনি। অসাবধানতার কারণে এমনটা হ‌য়ে‌ছে ব‌লে জানতে পেরেছি।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |