মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান ‘আলগামন’ উল্টে জুয়েল রানা নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) সকালে গাংনী মাছের আড়তে মাছ নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান ‘আলগামনে’ মাছ নিয়ে গাংনী মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল রানা। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছালে যানটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে সড়কের ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুয়েল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন ‘আলগামনের’ চালক।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরটিভি/এফএ/এস