ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০১:১৫ পিএম


loading/img
সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান পলাশের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) চার মিনিট ২ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে যায়।

এতে দেখা যায়, যুবদল নেতা মশিউর রহমান পলাশ সাদা গেঞ্জি পরিহিত একটি ঘরের খাটের ওপর বসে আছেন। তার বাম হাতে একটি ফয়েল পেপার এবং ডান হাতে একটি গ্যাসলাইট। মুখে চিকন পাইপের মতো কিছু একটি বস্তু দুই ঠোঁট দিয়ে চেপে ধরে ধোঁয়া টানতে দেখা যায় তাকে।

বিজ্ঞাপন

ফয়েল পেপারের নিচে গ্যাসলাইট দিয়ে আগুন দিয়ে উপরে রাখা বস্তুটি হিট করে ধোঁয়া গ্রহণের পুরো প্রক্রিয়াটি ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায়।

এ বিষয়ে যুবদল নেতা মশিউর রহমান পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি সম্পূর্ণ সাজানো ও ভিত্তিহীন। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে কেউ এই ভিডিও তৈরি করে ছড়িয়েছে। আমি এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, যুবদলে কোনো মাদকসেবী কিংবা সন্ত্রাসীদের জায়গা হবে না। আমি ভিডিওটি দেখেছি এ বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘পলাশ খুব ভালো ছেলে। আমার জানা মতে এগুলো আগের ভিডিও, এডিট করে নতুন করে হয়রানির জন্য প্রচার করা হচ্ছে।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |