ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নৌকাডুবিতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০২:২১ পিএম


loading/img
ছবি: আরটিভি

পাবনায় ঘুরতে গিয়ে পদ্মা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও স্থানীয় জেলে।

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে। 

নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামস্থানে পদ্মা নদীর মাঝ থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলে ও নৌ পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের পর তিন মাস আগে তাদের বিয়ে হয়। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় নৌকাটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে তীরে গেলেও তারা দুইজন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি।

মৃত হৃদয় হোসেন (২৬) সদর উপজেলা চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামানিকের ছেলে এবং মৌ খাতুন (২২) আতাইকুলা থানার বনগ্রাম মনিরুজ্জামান মানিকের মেয়ে।

পাবনা নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর নৌ পুলিশ কাজ শুরু করে। পরে জেলেদের মাধ্যমে আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |