ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

বগুড়ার ৭টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০২:৫৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

বগুড়ার সাতটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বিজ্ঞাপন

শনিবার (৫ এপ্রিল) দুপুরে স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমানদের মিলনমেলায় এ ঘোষণা দেওয়া হয়। 

অনুষ্ঠানে বগুড়া জেলা জামায়াতের আমির আব্দুল হক সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

বিজ্ঞাপন

মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী, ড. মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।

সভাপতির বক্তব্যে আব্দুল হক বলেন, বগুড়া জেলার ৭ আসনের বিপরীতে ৭ জনকে আগামী জাতীয় সংসদ
নির্বাচনের জন্য চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। 

বিজ্ঞাপন

তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জন্য কেন্দ্রীয় জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দীন, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জন্য সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জন্য কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, বগুড়া-৫ (শেরপুর -ধুনট) আসনে শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ দবিবুর রহমান, বগুড়া-৬ (বগুড়া সদর) আসনে বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া-৭ (গাবতলী-শাহাজানপুর) আসনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রাব্বানী।

আরটিভি/এফএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |