ঈদের ছুটি কাটিয়ে গাজীপুরে ফিরতে শুরু করেছে নানা পেশার কর্মজীবী মানুষ। দুর্ভোগহীন অন্য রকম এক ঈদ যাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরেছিল ঘরমুখো মানুষ। একইভাবে গাজীপুরে স্বস্তিতে ফিরছেন কর্মজীবীরা। যাত্রীদের নিরাপত্তা দিতে মহাসড়কে সেনা সদস্য ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এমনই চিত্র দেখা যায়।
জানা গেছে, উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ স্বস্তিতে গাজীপুরে ফিরছে। তবে সরকারি দীর্ঘ ছুটির শেষে আজ দুপুর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায় গণপরিবহনের চেয়ে মাইক্রোবাস, মোটরসাইকেল, পিকআপযোগে যাত্রীদের ফিরতে দেখা গেছে।
এ ছাড়া মহাসড়কে গণপরিবনের চাপও রয়েছে। মানুষের সব ধরনের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা মহাসড়কে কাজ করছেন।
এ বিষয়ে নাওজোড় থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন জানান, ঈদের আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী যানজট নিরসনে মহাসড়কে কাজ করেছেন। তেমনি ফিরতি যাত্রীদের নিরাপত্তা দিতে মহাসড়কে পুলিশ সদস্যরা কাজ করছেন।
আরটিভি/এফএ