ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পীরগঞ্জে এক রাতে ৩ গ্রামে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ 

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ০৬:০৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে তিনটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১টি গরু ও ১৫টি ছাগল। 

বিজ্ঞাপন

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে পীরগঞ্জ উপজেলার বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে গেছে। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। চাপাপাড়া গ্রামে ভস্মীভূত হয়েছে পাঁচটি বাড়ি। আগুনে পুড়ে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল। তাজপুর গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও স্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খেটে খাওয়া মানুষ। সব কিছু পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

বিজ্ঞাপন

চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তার সহ আশপাশের পাঁচটি বাড়ির সব কিছুই পুড়ে গেছে। নতুন করে ঘড় তোলার সামর্থ্য নেই তাদের। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।

বেলদহি গ্রামের জিয়াউল হক জানান, তাদের সবকিছুই আগুনে পুড়ে গেছে। সহযোগিতা ছাড়া এই মুহূর্তে তারা উঠে দাঁড়াতে পারবেন না।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ-টি  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |