গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না উল্লেখ করে দ্রুত নির্বাচনের জন্য সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
শনিবার (৫ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
হারুনুর রশীদ বলেন, আমরা নির্বাচনের কথা বারবার বলছি, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা জানি, ২০১৮ সালে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় যেতো।
তিনি বলেন, এখনও মাঠে আছি ধৈর্য ধারণ করে। গোটা জাতি তাকিয়ে আছে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের জন্য। তা না হলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে অনুরোধ করব, দেশব্যাপী কর্মসূচি ঘোষণার।
বিএনপির কেন্দ্রীয় এ নেতা বলেন, আজকে উপদেষ্টা মন্ডলীরা নতুন স্লোগান তুলেছেন আগে সংস্কার, আগে বিচার, তারপর নির্বাচন। এই ধরনের স্লোগান দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। গোটা জাতি দাবি জানিয়ে আসছে, আমরা রোডম্যাপ চাই নির্বাচনের। সুস্পষ্ট রোডম্যাপ চাই। গণতন্ত্রের কোনো বিকল্প নাই, গণতন্ত্রবিহীন দেশ চলতে পারে না। গণতন্ত্রের বাইরে দেশ চলতে পারে না। তাই আমরা বারবার বলছি, সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার।
শনিবার বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের নেতাদের কড়া সমালোচনা করেন।
ভোটারদের সতর্ক করে বিএনপির এই নেত্রী বলেন, কোনো প্রলোভনে পা দেবেন না। তারা (জামায়াত) ৩০০ আসনের ৩টি আসনও পাবে না। তারা বিরোধী দলও হতে পারবে না।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, পৌর বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, বিএনপি নেতা আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মীম ফজলে আজিম।
আরটিভি/এমকে