মাগুরার মহম্মদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ আলী (৪৫)।
শনিবার (৫ এপ্রিল) উপজেলার বিনোদপুর বাজার সংলগ্ন চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার ওসি আবদুর রহমান।
নিহত মোহাম্মদ আলী উপজেলার বিনোদপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, মহম্মদপুর থেকে মাগুরা সদরের দিকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোহাম্মদ আলী নিহত হন। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি আবদুর রহমান বলেন, মাগুরা সদরের দিকে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এমকে