ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ঝালকাঠিতে এক রশিতে ঝুলছিল মা-ছেলের মরদেহ 

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৬ এপ্রিল ২০২৫ , ১২:৫৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটি ‍উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার রায়াপুর গ্রামের নিজ বসত ঘরের পেছনের একটি রেইনট্রি গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- রুবি বেগম (৫৫) ও আসাদ মাঝি (৩৫)। রুবি বেগম ওই গ্রামের আবু হানিফ মাঝির স্ত্রী এবং আসাদ তাদের ছেলে। 

বিজ্ঞাপন

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গাছের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় মা ও ছেলেকে ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে- মা-ছেলে দু’জনেই আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।  

আরটিভি/এএএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |