কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে নেমে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ মাদরাসা ছাত্রের নাম সাজিম (১৩) ইসলাম। সে নাগেশ্বরী বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলম মতির ছেলে। সে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসার ছাত্র।
রোববার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীতে নিখোঁজ হয় সাজিম।
স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান, দুপুরে মাদরাসা ছাত্র সাজিমসহ তিন থেকে চারজন বন্ধু দুধকুমার নদীতে গোসল করতে নামে। নদী ছোট হয়ে যাওয়ায় তারা চারজন সাতার দিয়ে নদী পারাপার করে। শেষবার সাতরে পূর্ব তীর থেকে পশ্চিম তীরে আসার সময় সাজিম তলিয়ে যায়। বাকিরা চিৎকার করলে আশপাশের স্থানীয় বাসিন্দারা এসে নদীতে খোঁজ করতে থাকেন। বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে।
সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি বলেন, সাজিমের সঙ্গে গোসল করতে আসা বন্ধুদের একজন আমাকে ফোন করে তার নিখোঁজের বিষয়টি জানায়। তখন থেকেই আমি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বসে আছি এই নদের কিনারে।
নাগেশ্বরী ফায়ার সার্ভীস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চলানো হয়। নিখোঁজ মাদরাসা ছাত্রকে না পাওয়া যাওয়ায় সোমবার পুনরায় উদ্ধার কাজে নামবে ডুবুরি দল।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, আমরা খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেই। তারা এসে উদ্ধার কাজ শুর করেছে। নিখোঁজ শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চলমান থাকবে।
আরটিভি/এমকে