ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

আরটিভি নিউজ 

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ০২:১৯ পিএম


loading/img
ফাইল ছবি।

খুলনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত পলাশ খানের (২২) মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (৭ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

পলাশ খুলনা সদর থানার মতলবের মোড়ের বাসিন্দা মো. আব্দুল হামিদ খানের ছেলে।

বিজ্ঞাপন

এর আগে সন্ত্রাসীরা রোববার রাতে খুলনা শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কে আয়োজিত ঈদ মেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পলাশ খানকে জখম করে।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রাতে তার অপারেশন করা হয়। সোমবার সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম গণমাধ্যমকে বলেন, পলাশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অপরাধীদের ধরতে রাতভর অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এআর


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |